বিটকয়েন কি ?
বিটকয়েন হল একটি বিশ্বের জনপ্রিয় ডিজিটাল কারেন্সি । যেটা কোন দেশের সরকার বা ব্যাংক পরিচালিত করতে পারে না । এটি ব্লকচেইনের মাধ্যমে, ক্রিপ্টো মাইনার দ্বারা উন্নত কম্পিউটার দিয়ে পরিচালিত হয় ।
![]() |
বিটকয়েন কি |
বিটকয়েনের নাম শোনেননি এমন হয় তো খুব কম লোকের সংখ্যায় আছে পৃথিবীতে। EI Salvador নামে দেশ প্রথম বিটকয়েন কে স্বীকৃতি দিয়েছিল ।
ক্রিপ্টকারেন্সির প্রায় 60% বিটকয়েনের অধিকারকরে রেখেছে ।
কথিতি আছে Satoshi Nakamoto নামে একজন এই বিটকয়েনের আবিষ্কার করেছে বলে দাবি করেন (এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে) । যেহেতু ক্রিপ্টোকারেন্সি তাদের সব ধরনের গোপনীয়তা রক্ষা করে, তাই সঠিকভাবে নির্দিষ্ট কারো নাম জানা যায়নি ।
যখন বিটকয়েন 2009 সালে চালু হয় তখন তার পরিমাণ ছিল ২১ মিলিয়ন (এটা বাড়ানা বা কমানো যাবে না, সব সময় একই থাকবে) এখনো পর্যন্ত ১৯.৬ মিলিয়ন বিটকয়েন ব্যবহার হয়েছে ।
যখন বিটকয়েন প্রথম মার্কেটে আসে তখন তার মূল্য ছিল 0.09$ যা ভারতীয় মুদ্রায় ৬টাকা ৬০ পয়সা দাম ছিল কিন্তু বর্তমান মূল্য এসে দাঁড়িয়েছে প্রায় ৭৫ লক্ষ্য ভারতীয় মুদ্রা ।
একটা প্রশ্ন থেকে যায় বিটকয়েনের দাম এত বাড়ল কেন ?
জনপ্রিয়তা : যখন কোনো জিনিসের জনপ্রিয়তা বৃদ্ধি পায় তখন তার দামও বৃদ্ধি পায়। যেমন ধরুন সোনা ও রুপা দুটোই ধাতু কিন্তু সোনার জনপ্রিয়তা বেশি তাই সোনার দামও বেশি ।
ব্যবহার: যে জিনিস যত পরিমাণে ব্যবহার হবে তার মূল্যও তত বাড়বে। বিটকয়েন প্রায় সব দেশের মানুষ ব্যবহার করে, এর ফলে এর দামও বৃদ্ধি পেয়েছে ।
দুর্নীতি : ক্রিপ্টো কারেন্সি নরমাল টাকার মতো ছাপানো বা ধ্বংস করা যায় না। এর ফলে এখানে দুর্নীতির পরিমাণটাও কম। তাই মানুষ এটি বেশি পরিমাণ এর ব্যবহার করে যার ফলে এর দাম বৃদ্ধি হয়েছে ।
গোপনীয়তা ও নিরাপত্তা: এখানে আপনার গোপনীয় তথ্য যেমন টাকার পরিমান, ব্যক্তিগত তথ্য, লেনদেন সবকিছু গোপন ও নিরাপদ থাকে। এর ফলে মানুষ এটি বেশি পরিমাণে ব্যবহার করছে এর ফলের দাম বাড়ছে ।
শিল্পপতিদের প্রচার : বড় বড় শিল্পপতিদের প্রচারের জন্য বিটকয়েনের দাম বেড়েছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে একবার "এলেন মাস্ক" তার কোম্পানিতে বিটকয়েন এর মাধ্যমে লেনদেন করতে চেয়েছিলেন । এর ফলে বিটকয়েনের দাম ডবল হয়ে গেছিল।
বিটকয়েন আমরা কিভাবে ব্যবহার করতে পারব
- আপনি এখানে ইনভেস্ট করতে পারেন ।
- আন্তর্জাতিক বাজারে বিটকয়েনের মাধ্যমে লেনদেন করতে পারেন ।
- আন্তর্জাতিক বাজারে জিনিসপত্র কিনতে পারেন ।
- আপনি বিটকয়েন সংরক্ষণ করতে পারেন ।
বিটকয়েন আমরা কিভাবে কিনব ?
বিটকয়েন কিনতে হলে আপনাকে একটা Demate Account করতে হবে । এবং সেখানে আপনার ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে হবে । তারপর আপনি demate account টাকা যোগ করে বিটকয়েন কিনতে হবে ।
যদিও একটা বিটকয়েনের মূল্য প্রায় 75 লাখ টাকা । কিন্তু আপনি 100 টাকা থেকে কিনতে পারবেন । 75 লাখ টাকার যদি একটা বিটকয়েন পান তাহলে । 100 টাকার বিটকয়েনের সামান্য কিছু অংশ পাবেন ।
এই পোস্ট টা পড়ে একটুও উপকৃত হন কমেন্টের মাধ্যমে জানান । আর কি বিষয়ে জানতে চান সেটাও জানান । 🙏
আরও পড়ুন
✎ শেয়ার মার্কেট কি সম্পূর্ণ আলোচনা 👉CLICK করুন |