শেয়ার মার্কেট কি ? A to Z আলোচনা

 শেয়ার মার্কেট 

শেয়ার মার্কেট কি , এটা জানার পাশাপাশি  আমাদের আরো জানতে হবে, শেয়ার মার্কেট কি ভাবে কাজ করে, আমরা কিভাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করব, কোন শেয়ারে ইনভেস্ট করলে বেশি লাভবান হওয়া যায় এবং কত টাকাই বা আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করব এই প্রশ্ন টা হয়তো সবার মনেই আসে । এই সবগুলোর প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সাথে আছে DIGITAL BENGALI.


শেয়ার মার্কেট কি ?


শেয়ার মার্কেট কি ? 


শেয়ার মার্কেট কি , এটা হয়তো সবার মনে প্রশ্ন ওঠে । শেয়ার মার্কেট হলো এমন একটা বাজার, যেখানে  বিভিন্ন কোম্পানির একটা নির্দিষ্ট পরিমান অংশীদারি কে বহু সংখ্যক লোকের ভিতরে কেনাবেচা করা বা শেয়ার করার পদ্ধতি । এটা এমন একটা জায়গা যেখানে কোনো কোম্পানির, একটা নির্দিষ্ট পরিমাণ মালিকানার অংশ,   কিনতে বা বেচতে পারবেন ।

এবার  জেনে নেব শেয়ার মার্কেটে কিভাবে কাজ করে ?

ধরুন কোনো একটা ব্যক্তি, একটি নতুন কোম্পানি বা প্রজেক্ট চালু করতে চলেছে । ওই কোম্পানি বা প্রজেক্ট চালু করার জন্য, ওই ব্যক্তি আনুমানিক ১০০০ কোটি টাকার প্রয়োজন । কিন্তু ওই ব্যক্তির কাছে সর্বসাকুল্যে ৫০০ কোটি টাকা আছে ।


 কিন্তু ওই প্রজেক্টটি চালু করার জন্য এখনো ৫০০ কোটি টাকার প্রয়োজন ।  হয়তো ওই ৫০০ কোটি টাকার জন্য ওই ব্যক্তিটি ব্যাংক থেকে লোন নিতে পারে,  কিন্তু লোন নিলে সেটার  সুদ+আসল  দিতে হবে তার চিন্তা । এবং যদি কোম্পানিতে লস করে তখন  কি হবে ।


IPO কি 

এইসব কথা মাথায় রেখে কোম্পানিটি ওই ৫০০ কোটি টাকা জন্য IPO  বা ইনভেস্টারদের ওপর নির্ভর করে। (Initial Public Offering এমন একটি প্রক্রিয়া বোঝায় যেখানে বেসরকারী সংস্থাগুলি তাদের শেয়ার জনসাধারণের কাছে বিক্রি করে পাবলিক বিনিয়োগকারীদের কাছ থেকে ইক্যুইটি মূলধন সংগ্রহ করে)  


  এই পদ্ধতিতে কোন সুদের প্রয়োজন হয় না ।  এর ফলে কোম্পানি লাভ করলে ইনভেস্টার ও কোম্পানির লাভ এবং লস হলে ইনভেস্টার ও কোম্পানি লস বহন করবে । 


এই ৫০০ কোটি টাকা এক জনের পক্ষে ইনভেস্ট করা সম্ভব না,  তাই কোম্পানিটি  ইনভেস্ট মূল্যকে ছোট ছোট অংশে ভাগ করা দেই । ধরি কোম্পানিটি ওই ৫০০ কোটি টাকাটি ১০ কোটি ভাগে ভাগ করে দিল অর্থাৎ একটি শেয়ারের মূল্য ৫০ টাকা হয়ে গেল।


ইনভেস্টাররা কোম্পানির একটি শেয়ার কিনতে পারেন না তাদেরকে একটা ' লট 'ধরে কিনতে হয়।   আনুমানিক ৫০০ থেকে ১০০০ টি শেয়ার মিলে ১ লট হয় । 


এরপর যখন ইনভেস্টররা তাদের শেয়ারগুলি অন্য কারোর কাছে বিক্রি করতে চায় বা অন্য কেউ শেয়ার কিনতে যাই, তখন তাদের NSE (ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ) ও BSE (বোম্বাই স্টক এক্সচেঞ্জ) এর মাধ্যমে কিনতে হয়।


NSE & BSE



কিন্তু এক্সচেঞ্জ গুলিতে, সরাসরি শেয়ার কেনাবেচা করা যায় না । আপনাকে এক্সচেঞ্জ করতে হলে একটি  ব্রোকার       (। BROKER ) এর মাধ্যমে কেনাবেচা করতে হবে ।


BROKER 

শেয়ার মার্কেটে  কি ভাবে ইনভেস্ট করব ?


শেয়ার  মার্কেটে আপনাকে ইনভেস্ট করতে হলে । প্রথমেই আপনাকে  ব্রোকার গুলির কাছ থেকে  একটি Demat account ডিমেট অ্যাকাউন্ট  (যেমন Angel One) খুলতে হবে । এবং সেটিকে আপনার ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে হবে । তারপরই আপনি ডিম্যাট অ্যাকাউন্ট এর মাধ্যমে ও ব্রকারের সাহায্যে এক্সচেঞ্জ গুলিতে শেয়ার কেনাবেচা করতে পারবেন । 


কোন শেয়ারে ইনভেস্ট করলে বেশি লাভবান হওয়া যায় 


আপনাকে এমন শেয়ার ইনভেস্ট করতে হবে , যেগুলি  একটা বড় সরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত অথবা যেগুলির পেছনে বড় বড় শিল্পপতি আছে বা  প্রসিদ্ধ কোন একটা কোম্পানি বা সংস্থা । এগুলোতে ইনভেস্ট করলে  আপনি মোটা মুটি লাভবান হবেন ।


শেয়ার মার্কেটে লাভ করার উপায়


কিন্তু আপনি যদি বেশি লাভবান হতে চান তাহলে, আপনাকে পরিস্থিতির উপর বিচার বিবেচনা করে শেয়ার কিনতে হবে । একটি উদাহরণ মাধ্যমে দেখেনি  । যখন সারা বিশ্বে করনা ভাইরাস দেখা দিয়েছিল সেই মুহূর্তে মানুষের সব থেকে দরকার ছিল অক্সিজেন । সেই জন্য  সেই সময় অক্সিজেনের শেয়ার বহুগুণ বেড়ে গেছিল । 


লাভবান হওয়ার Idea 


তাই আপনাকে পরিস্থিতি দেখে ও বিবেচনা করে কিছু শেয়ার কিনতে হবে। যেগুলো আপনাকে লাভবান করে দেবে ।


কত টাকাই বা আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করব ?

এটা পুরোপুরি আপনার উপর নির্ভর করে, তবুও  আপনার অর্থনীতির ওপর বিবেচনা করে ইনভেস্ট করবেন । হয়তো আপনাকে শেয়ার মার্কেট, আপনার টাকা কয়েক গুণ বাড়িয়েও দিতে পারে আবার কমিও দিতে পারে। তাই দেখেশুনে শেয়ার মার্কেটে ইনভাইট করুন । 


যদি আপনি এই পোস্টটি পড়ে একটুও উপকৃত হন তবে আপনার মূল্যবান কমেন্টেটি জানাতে ভুলবেন না । আর আপনি কোন ধরনের বিষয় জানতে চান কমেন্টে জানান ।

আপনার বন্ধু বা আত্মীয়দের এই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করুন।







 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.