SIP কি ll SIP কিভাবে করতে হয় সম্পূর্ণ আলোচনা

 SIP 

SIP কথার অর্থ হলো (systematic investment plan) বা নিয়মিত বিনিয়োগ পরিকল্পনা । অর্থাৎ আপনি, আপনার সামর্থ মতো কিছু কিছু টাকা পতিমাসে মিউচুয়াল ফান্ডের সঞ্চয় করা। এবং পরবর্তীকালে আপনার দরকারের সময় একটা বড় পরিমাণ টাকা হাতে পাওয়া ।

SIP কি 


SIP কি ?

    SIP হলো এমন একটা পদ্ধতি যেখানে, আপনি মাসের নির্দিষ্ট সময় আপনার টাকা কিস্তির আকারে (যেমন500টাকা,1000টাকা,2000টাকা) আপনার সামর্থ অনুযায়ী ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবং প্রয়োজন হলে তুলে নিতে পারবেন। 


SIP কিভাবে করতে হয় ? 


SIP করতে গেলে যে গুরুত্বপূর্ণ জিনিস গুলি মাথায় রাখতে হবে সেগুলি হল ।

 1. সঠিক মিউচুয়াল ফান্ড বাছাই 

SIP সবথেকে গুরুত্বপূর্ণ হলো সঠিক মিউচুয়াল ফান্ড বাছাই করা, আপনার লক্ষ্য পূরণ ও ঝুকি নেয়ার প্রবণতা অনুযায়ী, আপনার সঠিক মিউচুয়াল ফান্ড বেছে নিন। 


            A. ইকুইটি ফান্ড (Equity mutual Fund)
এই ফান্ডে ঝুঁকির পরিমাণ বেশি এবং লাভের পরিমাণও বেশি 

এর উল্লেখযোগ্য কিছু ফান্ড হলো 

  • Mid Cap(মিড ক্যাফ)
  • Small Cap (স্মল ক্যাফ)
  • Large Cap। (লার্চ ক্যাফ
  • Index Fund। (ইনডেক্স ফান্ড)

          B. ডেট মিউচুয়াল ফান্ড (Debt mutual Fund)

এই ফান্ডে ঝুঁকির পরিমাণ কম এবং লাভের পরিমাণও কম

এর উল্লেখযোগ্য কিছু ফান্ড হলো 

  • গভমেন্ট সিকিউরিটি বন্ড
  •  কর্পোরেট বন্ড 
  • লিকুইড


                C. ব্যালান্সড বা হাইব্রিড মিউচুয়াল ফান্ড              (Balanced/Hybrid mutual Fund)

ইকুইটি ফান্ড ও ডেট ফান্ড এর মিলিত রূপ ফলে এই ফান্ডটি ফান্ডে ঝুঁকির পরিমাণ মাজারি এবং লাভের পরিমাণও মাঝারি 


 

2. একটা প্ল্যাটফর্ম বাছাই করা

আপনাকে sip তে ইনভেস্ট করতে হলে আপনাকে প্রথমে যেকোনো মিউচুয়াল ফান্ডের যে কোন প্ল্যাটফর্মে ( যেমন- Groww , Zerodha coin, Paytm money বা ET money তে) একটা Demate + Treading account খুলতে হবে ।


তারপর আপনাকে আপনার আধার কার্ড, প্যান কার্ড , ব্যাংকের অ্যাকাউন্ট এই সমস্ত দিয়ে আপনাকে কে ওই প্লাটফর্মে KYC করতে হবে । তারপর আপনি SIP করার জন্য প্রস্তুত । 


3. সঠিক লক্ষ্য নির্বাচন করা

এরপর আপনাকে সঠিক লক্ষ্য নির্বাচন করতে হবে ( যেমন আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ, শিক্ষা, নিজের ভবিষ্যৎ, স্বপ্নের বাড়ি ইত্যাদি) । আপনার লক্ষ্য অনুযায়ী , কত পরিমাণ টাকা মাসিক SIP করতে চান এবং কত বছরের জন্য। 


SIP করলে একটু বেশি সময় ধরে করা উচিত এর ফলে এখান থেকে আপনি যথেষ্ট পরিমাণ লাভ দেখতে পাবেন। কারন ধরুন প্রথম বছরে যদি আপনার 10 % লাভ হলো , দ্বিতীয় বছরে যদি 5% লাভ হয় এবং তৃতীয় বছরে 30% লাভ হলো তাহলে আপনার তিন বছরে ওভারঅল 15% হারে লাভ হলো ।


4. SIP করার নির্দিষ্ট সময় 

 SIP করা নির্দিষ্ট কোন সময় নেই আপনি যে কোন সময় SIP শুরু করতে পারেন । কারন এই মাসে যদি মার্কেট DOWN থাকে পরের মাসে UP হয়ে যাবে ।


✏ SIP করার সুবিধা 

  • খুব অল্প পরিমাণ টাকা থেকে ইনভেস্ট করা যায় ।
  • আপনি যেকোনো সময় ইনভেস্ট শুরু করতে পারেন ।
  • Sip শুরু করা ও বন্ধ করা সহজ, চাইলে টাকা বাড়ানো বা কমানো যায় ।
  • আপনার টাকাটি চক্রবৃদ্ধি সুদের হারে বাড়তে থাকে ।




আরও পড়ুন


 ✎ মিউচুয়াল ফান্ড কি সম্পূর্ণ আলোচনা এখানে 👉 CLICK করুন 

✎ শেয়ার মার্কেট কি সম্পূর্ণ আলোচনা 👉CLICK করুন 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.