SBI মিউচুয়াল ফান্ড ll MAGNUM MID CAP

SBI মিউচুয়াল ফান্ড 

 SBI হলো একটি সরকারি ও ভরসাযোগ্য প্রতিষ্ঠান। SBI প্রতিবছর  প্রায় ১০ লাখ কোটি টাকা মিউচুয়াল ফান্ডে প্রদান করে থাকে । যদিও SBI এর অনেক মিউচুয়াল ফান্ড আছে  তবে আজ আমরা আজ sbi এর MAGNUM MID CAP DIRECT PLAN GROWTH  সমন্ধে আলোচনা করব ।

SBI মিউচুয়াল ফান্ড কি
SBI মিউচুয়াল ফান্ড কি 


MAGNUM MID CAP DIRECT PLAN GROWTH 


এই MID CAP কোম্পানি টি, ইকুইটি মিউচুয়াল ফান্ডে একটি অংশ । এই MID CAP কোম্পানির শেয়ারে উচ্চ রিটার্ন প্রদানের সম্ভবনা আছে, সাথে উচ্চ ঝুঁকি সম্ভাবনা  আছে । তবে যদি এই ফান্ডটিতে যদি লং টাইম জন্য ইনভেস্ট করেন তাহলে ঝুঁকির পরিমাণ অনেকটা কমে যায় এবং অধিক রিটার্ন দেখা যায় ।


 এই ফান্ডটির NAV (Net asset value)  কত :


SBI এর এই ফান্ড টি 1ST জানুয়ারি 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছিল । বর্তমানে ফান্ডটির NAV (Net asset value) অর্থাৎ 1 ইউনিট মিউচুয়াল ফান্ডের দাম  ₹240.74 টাকা ( 11th এপ্রিল 2025 অনুযায়ী)


এই ফান্ডটির AUM (Assets Under Management )  কত :

এই ফান্ডটির সাইজ AUM (Assets Under Management ) অর্থাৎ যত টাকা এই ফান্ডটিতে বিনিয়োগ হয়েছে তার মোট পরিমাণ প্রায় ₹20890.26 কটি টাকা (31 মার্চ 2025 অনুযায়ী ) ।


বেঞ্চমার্ক (Benchmark ) :

বেঞ্চমার্ক হল একটি ফান্ড তার পারফর্মেন্স কেমন করছে তা বোঝার জন্য নির্দিষ্ট শেয়ার সূচকের সাথে তুলনা করা হয় তাকে বেঞ্চমার্ক বলে । এর বেঞ্চমার্ক হল Nifty Midcap 150 Total Return Index 



বিনিয়োগ ( INVESTMEN)পদ্ধতি :

  এখানে আপনি মূলত দুভাবে ইনভেস্ট করতে পারেন ।


    LUMP SUM পদ্ধতি :

                 এই পদ্ধতি বিনিয়োগ করলে নূন্যতম (Minimum)আপনাকে ₹5000 টাকা ইনভেস্ট করতে হবে । Maximum এর কোনো লিমিট নেই আপনি যত খুশি ইনভেস্ট করতে পারবেন ।


    SIP পদ্ধতি :

     এখানে আপনি নূন্যতম (Minimum) ₹500 টাকা প্রতি মাসে থেকে SIP শুরু করতে পারবেন। এখানেউ  MAXIMUM এর কোনো লিমিট নেই



 টাকা রিটার্ন 


এখানে আপনি যদি বিনিয়োগ করেন 


  •  গত 1 বছরের  রিটার্ন - 3.3%
  • গত 3 বছরের গড় বার্ষিক রিটার্ন - 15.72%
  • গত 5 বছরের গড় বার্ষিক রিটার্ন- 32.38%
  • গত 10 বছরের গড় বার্ষিক রিটার্ন- 14.82%


ওভার অল বার্ষিক রিটার্ন - 18.93% ( শুরু থেকে শুরু করে এই প্রযন্ত)


  সঠিক প্ল্যান এ ইনভেস্টমেন্ট 

    অবশ্যই আপনি আপনার সামর্থ অনুযায়ী এখানে ইনভেস্ট করুন । তারপর যদি ভাবছেন কি উপায়ে ইনভেস্ট করলে বেশি লাভবান হবেন তার কিছু উপায় ।



সাধারণ উপায় :

        ধরুন আপনি পতি মাসে sip তে 1000 টাকা করে অন্তত 5 বছর জমালেন আপনার আসল হলো ₹60,000 এবং 5 বছরের রিটার্ন ₹19428 টাকা । তাহলে টোটাল হলো ₹79,428 টাকা


মডারেট উপায়: 

         ধরুন  এখানেউ আপনি পতি মাসে sip তে 1000 টাকা করে 5 বছর জমাচ্ছেন , এখানে আপনি করবেন প্রতি বছর আসল টাকার 20% বারনোর চেষ্টা করবেন ফলে 5 শেষে আপনার আসল হবে ₹89,386.56 টাকা এবং 5 বছরের রিটার্ন ₹28,943.36 টাকা । তাহলে টোটাল হলো ₹1,18,329.92 টাকা ।


উইথড্র প্রোসেস :

এই ফান্ডে আপনি যখন খুশি তখন তুলতে পারবেন । কিন্তু 1 বছরের আগে তুললে আপনাকে 1% এক্সট্রা চার্জ দিতে হবে ।

 

এবং যদি আপনি  এক বছরে মধ্যে 1.25 লাখ টাকা  লাভ করেন । এবং সেই টাকা 1 বছরের আগে তোলেন তাহলে আপনাকে STCG ( Short -Term Capital Gain) চার্জ 20% দিতে হবে


আর যদি আপনি  এক বছরে মধ্যে 1.25 লাখ টাকা  লাভ করেন । এবং সেই টাকা 1 বছরের পরে তোলেন তাহলে আপনাকে LTCG ( Long -Term Capital Gain) চার্জ 12.5% দিতে হবে ।




শেষ কথা :

     মিউচুয়াল ফান্ড যথেষ্ট ঝুঁকে আছে তাই সঠিক জ্ঞান এর প্রয়োজন আছে। তাই হুট করে একটা বড় অ্যামাউন্ট টাকা ইনভেস্ট করবেন না। আপনার সামর্থ্য মতন ইনভেস্ট করুন।


আরও পড়ুন


 ✎ মিউচুয়াল ফান্ড কি সম্পূর্ণ আলোচনা এখানে 👉 CLICK করুন 

✎ শেয়ার মার্কেট কি সম্পূর্ণ আলোচনা 👉CLICK করুন 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.