ক্রিপ্টোকারেন্সি কি ? এবং এটি কিভাবে কাজ করে।

ক্রিপ্টোকারেন্সি  

 ক্রিপ্টো শব্দের অর্থ গোপন এবং কারেন্সি শব্দের অর্থ টাকা তাই ক্রিপ্টোকারেন্সি কে গোপন টাকা বা এক প্রকারের ডিজিটাল কারেন্সি  বলা যেতে পারে । ক্রিপ্টোকারেন্সি আপনি হাতে পাবেন না ,কিন্তু ডিজিটাল টাকার মত এটা ব্যবহার করতে পারবেন খুব অবাক! না জিনিস টা ।
ক্রিপ্টোকারেন্সি কি ? এবং এটি কিভাবে কাজ করে।
ক্রিপ্টোকারেন্সি কি



ক্রিপ্টোকারেন্সি কি

 ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল কারেন্সি যেটা পেয়ের টু পেয়ার নেটওয়ার্কের মাধ্যমে স্থানান্তরিত হয়। এটি কোনো দেশের সরকার বা কোনো ব্যাংক নিয়ন্ত্রণ করে না এর ফলে টাকার মতো এটা ছাপানো যায় না । এটা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ আর নতুন করে সৃষ্টি করা যাবে না। এর ফলে আর দুর্নীতি কম এবং গোপনীয়তা বজায় থাকে ।


   ক্রিপ্টোকারেন্সি আপনি হাতে পাবেন না , কিন্তু টাকার মত এটা ব্যবহার করতে পারবেন খুব অবাক! না জিনিস টা । এক নজরে দেখে নেব ক্রিপ্টোকারেন্সি কি ভাবে কাজ করে ।

 উদাহরণ মাধ্যমে যেন নেবো ডিজিটাল কারেন্সি কি ভাবে কাজ করে ?


ধরুন A , Bএর জিনিস কিনল কিন্তু A টাকার পরিবর্তে Bকে ডিজিটাল আম 🥭 দিলো (যেমন আমরা whatsapp এ কাউকে ইমোজি দি) এবং সেটি কে কম্পিউটার লিখে রাখলো । সমস্যা হলো এর নকল যে কেউই বানাতে পারবে ।

 এই সমস্যা মাথায় রেখে । ডিজিটাল আম নির্দিষ্ট পরিমাণ থাকা ও কার কাছে কটা আম আছে তার হিসাব রাখা দরকার । এর জন্য ডিজিটাল হিসাবরক্ষক হিসাবে LADGER নামে একজন কে রাখা হলো ।

A, Bকে যে একটা ডিজিটাল আম দিয়েছে এবং কটা আম অবশিষ্ট আছে সেই সব তথ্য LADGER সমস্ত কম্পিউটার পাঠিয়ে দেবে। এর ফলে সবাই জানতে পারবে । ফলে নতুন করে যদি কেউ ডিজিটাল আম তৈরি করে , তাহলে সে ধরা পড়ে যাবে , কারণ এই তত্ত্ব সবার কাছে আছে ।

এবার জেনে নেব ক্রিপ্টোকারেন্সি কি ভাবে কাজ করে ? 

এটি প্রধানত ব্লকচেইন মাধ্যমে ক্রিপ্টো মাইনার দ্বারা  উন্নত কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে  । ব্লকচেইন(Blockchain) হলো  ব্যাংক পাস বুক এর মতো,  পাস বয়ে গ্রাহকের সমস্ত ট্রানজেকশন হিসাব থাকে এবং বই টা শেষ হলে আবার নতুন বই দেয়। 

ক্রিপ্টোকারেন্সি কি ? এবং এটি কিভাবে কাজ করে।
BLOCKCHAIN 


তেমনি একটি ব্লক এ ট্রানজাকশন শেষ হলে, আরকাটি ব্লক, চেইন আকারে যুক্ত হয়ে যায় এই ভাবে blockchain কাজ করে । পতিটি ব্লক একে অপরের সাথে যুক্ত থাকে ।

একটি ব্লক এ কোনো সমস্যা দেখা দিলে ক্রিপ্টো মাইনার সেটি কে ঠিক করার কাজে লেগে যায় । এর জন্য কোনরকম দুর্নীতি হতে পারে না ।

এটা মনে প্রশ্ন আসতে পারে তাহলে ক্রিপ্টো দাম কি করে বারে ?


ক্রিপ্টো দাম বাড়ার পিছনে অন্যতম কারণ গুলি হলো তার প্রথম কারণ হলো পরিচিতি ও ব্যবহার, অর্থাৎ যেটার সমন্ধে মানুষ বেশি জানবে সেটা বেশি কিনবে অর্থাৎ বেশি ব্যবহার করবে , ফলে দাম বৃদ্ধি পাবে ।

দ্বিতীয়ত তার মূল্য , অর্থাৎ মানুষ যার মূল্য যতো দেবে, তার মূল্য তত বাড়বে । উদাহরণ হিসেবে বলা যেতে পারে সোনা আর রুপা দুটোই ধাতু কিন্তু মূল্যের জন্যে তাদের মূল্য আকাশ পাতাল সমান । 

তৃতীয়ত বিজ্ঞাপন যদি কোনো বড় কোম্পানি  বা শিল্পপতি সেটি ব্যবহার করে, তাহলে মানুষ আর বেশি করে সেই ক্রিপ্টো ব্যবহার করবে এর  ফলে দাম বৃদ্ধি পাবে ।

যদি এই পোস্টটি পড়ে আপনি একটি উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান বক্তৃতা রাখুন। 


শেয়ার মার্কেট কি এবং কিভাবে কাজ করে ? জানতে এখানে  ক্লিক করুন

👉 CLICK HERE 

বিটকয়েন কি সম্পূর্ণ আলোচনা জানতে এখানে এখানে ক্লিক করুন

👉 CLICK HERE 

 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.